Studypress News
ফিলিপিন্সে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় হাগুপিট
07 Dec 2014
ফিলিপিন্সের পূর্বাঞ্চলীয় দ্বীপগুলোতে আঘাত হেনেছে বছরের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হাগুপিট।
ফলে উপকূলীয় শহরগুলো গাছপালা উপড়ে ও বৈদ্যুতিক সংযোগ ছিন্নভিন্ন হয়ে সমুদ্রের শক্তিশালী ঢেউয়ে ব্যাপক হুমকির মুখে পড়েছে।
এই ঝড়ের কবলে পড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে সরে যাচ্ছেন এসব এলাকার শত শত বাসিন্দা ।
ঘূর্ণিঝড় হাগুপিটের আঘাতে ফিলিপিন্সের টাকলোবান শহরে বেশকিছু ভবনের ছাদ উড়ে গেছে বলে খবর পাওয়া গেছে।
ঐসব বাড়িঘরে বসবাসরতরা মোমবাতি জ্বালিয়ে স্থানীয় স্কুল, গীর্জা ও খেলাধুলার জন্য যেসব কেন্দ্র রয়েছে, সেখানে আশ্রয় নিয়েছে।
গত বছর ঘূর্ণিঝড় হাইয়ানের ভয়াবহতার মতো এবারও একই আশংকা করছেন এসব অধিবাসীরা।
২০১৩ সালে ঐ ঝড়ে ৭ হাজারেরও বেশি মানুষ সেখানে প্রাণ হারিয়েছিল।
ফিলিপিন্সের সমাজ কল্যাণ ও উন্নয়ন বিভাগ জানিয়েছে, যেসব এলাকা ঘূর্ণিঝড়ের ঝুঁকিতে রয়েছে, সেখানে প্রশিক্ষিত উদ্ধারকারী দল মোতায়েন রয়েছে।
ঘূর্ণিঝড় হাগুপিট আরও শক্তিশালী হয়ে পূর্ব ও উত্তরাঞ্চলের দিকে এগিয়ে যাচ্ছে।
বিবিসির সংবাদদাতা জানাচ্ছেন, ঐ অঞ্চলে সবাই রাস্তা-ঘাট থেকে নিরাপদ আশ্রয়ে সরে যাচ্ছেন।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে, বাতাসের গতিবেগ ঘন্টায় সর্বোচ্চ ২৫০ কিলোমিটার পর্যন্তও উঠতে পারে।
উপকূলীয় শহরে রাস্তাগুলো পরিষ্কার রাখতে এবং সম্ভাব্য লুটপাট ঠেকাতে হাজার হাজার সেনা মোতায়েন করা হয়েছে।