Studypress News
আইপিএলে দল পেলেন মুস্তাফিজ
06 Feb 2016
আইপিএলের নিলামে মুস্তাফিজুর রহমানকে দুই লাখ আট হাজার ডলার বা এক কোটি চল্লিশ লাখ রুপিতে কিনেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। অভিষেকের নয় মাস না পেরুতেই ক্রিকেটের সবচেয়ে জমকালো আসরে দল পেয়ে গেলেন টাইগার ক্রিকেটের নতুন তারা মুস্তাফিজ। বাঁহাতি পেসারকে দলে নিতে আগ্রহ দেখিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুও। কিন্তু শেষ পর্যন্ত সানরাইজার্স হায়দ্রাবাদই সাতক্ষীরার এই তরুণকে কিনে নেয়। গত বছরের এপ্রিলে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় বিশ বছর বয়সী মুস্তাফিজের। ২টি টেস্টে ৪, ৯টি ওডিআইয়ে ২৬ ও ৭টি টোয়েন্টিতে ১০ উইকেট নিয়েছেন তিনি। বাংলাদেশের একমাত্র খেলোয়াড় হিসেবে সাকিব আল হাসানই নিয়মিত আইপিএলে খেলছেন। এবার চার লাখ সতের হাজার ডলারের বিনিময়ে সাকিবের দল কলকাতা নাইট রাইডার্স তাকে রেখে দিয়েছে। তবে মুস্তাফিজ দল পেলেও অবিক্রিত থেকে গেছেন মুশফিকুর রহিম, সৌম্য সরকার, তামিম ইকবাল ও তাসকিন আহমেদ।
(ছবি: এএফপি)