Studypress News

জাকির-মেহেদীর বীরত্বে সেমিফাইনালে বাংলাদেশ

05 Feb 2016

শেষ দুই ওভারে বাংলাদেশের দরকার দশ রান। ৪৯তম ওভার করতে এলেন নেপালের দিপেন্দ্র সিং। শেষ মুহূর্তের কোন নাটকীয়তা নয়। দিপেন্দ্রের প্রথম দুই বল থেকেই ১০ রান তুলে নিলেন জাকির হাসান। প্রথম বলে ৪, দ্বিতীয় বলে ৬। প্রথমবারের বিশ্বসেরা কোন আসরের সেমিফাইনালে পৌঁছে গেল বাংলাদেশ।

কোয়ার্টার ফাইনালে নেপালের বিপক্ষে লড়াইটা মোটেও একপেশে হয়নি। লড়াই করেই জিততে হয়েছে বাংলাদেশকে। ২১২ রানের টার্গেটে খেলতে নেমে ৯৮ রানেই চার উইকেট হারায় জুনিয়র টাইগাররা। তবে কি অঘটনের শিকার হতে যাচ্ছে বাংলাদেশ, হোমক্রাউডদের মনে তখন এই ভয়। কিন্তু চাপের মুখে হাল ধরার দীক্ষাটা যে ভালোই জানা আছে এ যুগের তরুণ টাইগারদের। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও জাকির হাসান কি চমৎকার ব্যাটিংই করলেন। ২০ ওভার ১ বলে ১১৭ রানের জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিলেন এই দুই তরুণ তারা। ৭৭ বলে ৭৫ রান করে অপরাজিত থাকেন জাকির। ৬৫ বলে ৫৫ রান করে অপরাজিত থাকেন মিরাজ।    

টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠিয়েছিল নেপাল। বয়স বিতর্কের চাপ মাথায় নিয়েই দুরন্ত এক ইনিংস খেলেন রাজু রিজল। অধিনায়কের ৭২ রান নেপালকে এনে দেয় ২১১ রানের পুঁজি। এই সংগ্রহ নিয়েও লড়াইটা জমিয়ে তোলে তারা। অর্জনটা নিয়ে গর্ব করতেই পারে রিজলরা। গল্পটা অন্যরকমও হতে পারতো, যদি ২৫ রান নিয়ে ব্যাটিং করা মিরাজকে স্টাম্পিং করার সুযোগটা কাজে লাগাতো। সেটা হয়নি। বলে-ব্যাটে পারফর্ম করে নিজের দলকে শেষ চারে পৌঁছে দিয়েছেন মিরাজ। ম্যাচসেরার পুরস্কারটাও জিতেছেন তিনি। সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হবে পাকিস্তান–ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের জয়ী দল।

(ছবি: আইসিসি)