Studypress News
আইসিসিতে আধিপত্য থাকছে না বিগ থ্রি’র
04 Feb 2016
অবশেষে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলে (আইসিসি) বিগ থ্রি নীতির অবসান হতে চলেছে। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার বোর্ড সভায় সিদ্ধান্ত নেয়া হয়েছে, ২০১৪ সালে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারতকে ক্ষমতাধর রেখে আইসিসির সংবিধানে আনা সংশোধনীতে পরিবর্তনের বিষয়টি পুনর্বিবেচনা করা হবে। আইসিসি সবথেকে ক্ষমতাধর নির্বাহী ও অর্থ-বাণিজ্য সংক্রান্ত কমিটি থেকেও বিগ থ্রি’র স্থায়ী সদস্যপদ প্রত্যাহার করা হবে।
গত নভেম্বরে আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহর জানিয়েছেলিনে ২০১৪’র সংশোধনীতে ক্রিকেট বিশ্বে যে বিভক্তি তৈরি হয়েছে সেটি তিনি দূর করতে চান।