Studypress News
দক্ষিণ এশিয়ার অলিম্পিক শুরু কাল
04 Feb 2016
দক্ষিণ এশিয়ার অলিম্পিক খ্যাত সাউথ এশিয়ান গেমসের (এসএ গেমস)পর্দা উঠছে কাল শুক্রবার। ১২তম এই আসরের আয়োজক ভারত। আসাম রাজ্যে গৌহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবারের গেমসে শ্যুটিং, ভারোত্তোলন, বক্সিং, তায়কোয়ানডো, আরচ্যারীতে পদক প্রত্যাশা করছে বাংলাদেশ।১১তম এসএ গেমসে বাংলাদেশ ১৮টি স্বর্ণ, ২৪টি রৌপ্য এবং ৫৫টি ব্রোঞ্জসহ মোট ৯৭টি পদক অর্জন করেছিল।এবারের আসরে বাংলাদেশ থেকে ২২৩ জন পুরুষ, ১৪৭ জন মহিলা খেলোয়াড়, ৬০ জন কোচ, ৩৯ জন ম্যানেজার এবং অন্যান্য কর্মকর্তাসহ মোট ৪৬৯ সদস্যের দল অংশগ্রহণ করছে।