Studypress News
মেসির ৫০০ তম গোল
04 Feb 2016
নিশ্চিত ভাবেই সময়ের ব্যাপার ছিল মাত্র।তবে, বুধবার রাতেই মাইলফলকটায় পৌঁছেছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন সুপারস্টার পেরিয়েগেছেন ৫০০ গোলের ল্যান্ডমার্ক। কোপা দেল রে’তে ভ্যালেন্সিয়ার বিপক্ষে বার্সেলোনার ৭-০ গোলের জয়ের রাতে হ্যাটট্রিক করেছেন ক্ষুদে যাদুকর। আর এতেই যোগ হয়েছে নতুন এই অর্জন। মেসির ক্যারিয়ার গোল এখন মোট ৫০১টি: ৪৩৬টি বার্সেলোনার হয়ে, ৪৯টি আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে, আর আর্জেন্টিনা যুব দলের হয়ে ১৬টি।