Studypress News
মধ্যপ্রাচ্য থেকে বাংলাদেশের রেমিট্যান্স কমছে
04 Feb 2016

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমে যাওয়ার প্রভাব বাংলাদেশের রেমিট্যান্স আয়ের ওপর পড়তে শুরু করেছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, জানুয়ারি মাসে বাংলাদেশের রেমিট্যান্স আয় গত ডিসেম্বরের চেয়ে ১২% কম।
কর্মকর্তারা বলছেন, প্রতিমাসে রেমিট্যান্স বাবদ বাংলাদেশে প্রায় গড়ে ১.২ বিলিয়ন ডলার আসে। সাম্প্রতিক বছরগুলোতে রেমিট্যান্সের প্রবাহ বেশ উর্দ্ধমুখীই ছিল। কিন্তু গত জানুয়ারি মাসে এসে
সে উর্ধ্বমুখী প্রবণতায় বড় একটি ধাক্কা লাগলো। বাংলাদেশের রেমিট্যান্সের সবচেয়ে বেশি আসে মধ্যপ্রাচ্য থেকে।
মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অর্থনৈতিক মন্দার বিষয়টি বাংলাদেশে রেমিট্যান্সের প্রবাহ কমে যাবার একটি কারণ বলে মনে করছেন কেন্দ্রীয় ব্যাংকের বিশেষজ্ঞরা।
মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশের শ্রমিকরা তাদের নির্ধারিত কর্ম ঘণ্টার বাইরে যে ওভারটাইম কাজ করতেন সেটিও কমে গেছে। যে কারণে অনেকে আগের তুলনায় দেশে কম পরিমাণ টাকা পাঠাচ্ছেন।
তেলের দাম কমে যাবার কারণে সংযুক্ত আরব আমিরাতে অনেক ছোট-খাটো কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে। এর ফলে অনেকেই চাকরি হারানোর শঙ্কা রয়েছে।
সূত্র: বিবিসি বাংলা
Important News

Highlight of the week
