Studypress News

এবার সার্ক ব্যাংক চায় মোদি সরকার

14 Aug 2014

ব্রিকস ব্যাংকের সফল যাত্রার পর এবার আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা জোরদারে নজর দিচ্ছে ভারত। দক্ষিণ এশিয়ার দেশগুলোকে সঙ্গে নিয়ে সার্ক ব্যাংক গঠনের প্রস্তাব করেছে নরেন্দ্র মোদির সরকার। 
গত ২৩ জুলাই থিম্পুতে অনুষ্ঠিত সাফটার মন্ত্রী পর্যায়ের বৈঠকে ব্যাংকটি গঠনের প্রস্তাব দেয় ভারত। ব্রিকস ব্যাংক ধাঁচে এ ব্যাংক গঠনের ব্যাপারে বৈঠকে দেশটির বাণিজ্যমন্ত্রী নির্মলা সীতারমণ কড়া যুক্তিও তুলে ধরেন।
নয়াদিল্লির বাণিজ্য মন্ত্রণালয় সার্ক ব্যাংকের সপক্ষে তাদের জোরালো মত উপস্থাপন করেছে। ভারতের সরকারি এক কর্মকর্তা বলেন, সার্ক ব্যাংক দক্ষিণ এশিয়ার অবকাঠামো উন্নয়নে অর্থায়নের মাধ্যমে আঞ্চলিক বাণিজ্য সহজ করবে, যা আঞ্চলিক সমন্বয়ের পূর্বশর্ত। তবে চূড়ান্ত পরিকল্পনা ও এর বাস্তবায়ন নির্ভর করবে অংশীদার দেশগুলোর সরকারের মনোভাব ও সহযোগিতার ওপর।
সার্ক সরকারগুলো একমত হলে আঞ্চলিক অবকাঠামো উন্নয়ন জোরদার করতে কাজে লাগানো যাবে পরিকল্পিত ব্যাংকটিকে, যা ব্রিকস দেশগুলোর সাম্প্রতিক উদ্যোগ নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের (এনডিবি) মতোই সুফল দেবে। উন্নয়নশীল দেশগুলোয় অবকাঠামো উন্নয়ন অর্থায়নই এনডিবির (ব্রিকস ব্যাংক) মূল এজেন্ডা। সাংহাইয়ে স্থাপন করা হচ্ছে এ নতুন উন্নয়ন ব্যাংকটির সদর দফতর। ভারত আশা করছে, ব্রিকসভুক্ত দেশগুলোর এ উদ্যোগ বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, মালদ্বীপ, নেপাল, ভুটান ও আফগানিস্তানের নেতাদের জন্যও একটি অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে।