Studypress News
টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দল ঘোষণা
03 Feb 2016

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। দলে রাখা হয়নি ইমরুল কায়েস ও লিটন কুমারকে। দলে ফিরেছেন নাসির হোসেন।
বাংলাদেশ দল: ১. মাশরাফি বিন মোর্ত্তজা (অধিনায়ক) ২. সাকিব আল হাসান (সহ অধিনায়ক) ৩. তামিম ইকবাল ৪. সৌম্য সরকার ৫. মোহাম্মদ মিঠুন ৬. মাহমুদুল্লাহ ৭. মুশফিকুর রহিম ৮.সাব্বির রহমান ৯. নাসির হোসেন ১০.মুস্তাফিজুর রহমান ১১. আল আমিন হোসেন ১২. তাসকিন আহমেদ
১৩. আরাফাত সানি ১৪. আবু হায়দার রনি ১৫. নুরুল হাসান সোহান
স্ট্যান্ডবাই: ইমরুল কায়েস, কামরুল ইসলাম রাব্বি, শুভাগত হোম, মুক্তার আলি
আগা্মী ৮ মার্চ ভারতে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। বাংলাদেশ খেলবে 'এ' গ্রুপে। সুপার টেনে উত্তীর্ণ হওয়ার এই লড়াইয়ে টাইগারদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও ওমান। সুপার টেনে উঠেলে ‘বি’ গ্রুপে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডের বিপক্ষে খেলতে হবে বাংলাদেশকে।
Important News

Highlight of the week
