Studypress News
৫০০, ১০০০ টাকার নোট বান্ডেলে পিন একটির বেশি নয় : বাংলাদেশ ব্যাংক
03 Feb 2016
৫০০ ও ১০০০ টাকার নোটের স্থায়িত্ব রক্ষায় বান্ডিলে একটার বেশি পিন ব্যবহার করা যাবে না। বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংকগুলোকে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
তবে পিন ব্যবহার করতে হবে নোটের বাম দিকের মাঝখান থেকে ১ থেকে ১ দশমিক ৫ সেন্টিমিটারের মধ্যে।
এর কারণ ব্যাখ্যা করে বলা হয়েছে,
নোটের প্যাকেটে অনেক ক্ষেত্রে যথেচ্ছভাবে একাধিক স্ট্যাপলিং পিন ব্যবহার হচ্ছে। এতে গ্রাহকরা যথাযথভাবে নোট যাচাই করে নিতে পারছে না, অন্যদিকে নোটের গুনগত মানসহ স্থায়িত্ব দ্রুত কমে যাচ্ছে।