Studypress News
সাইবার আক্রমণে অফলাইনে HSBC Bank
31 Jan 2016
সম্প্রতি সাইবার হামলার শিকার হ্য় যুক্তরাজ্যভিত্তিক বহুজাতিক ব্যাংক-- হংকং অ্যান্ড শাংহাই ব্যাংকিং কর্পোরেশন (HSBC)।
২৯/০১/২০১৬ শুক্রবার দুপুর পর্যন্তও ওই হামলা মোকাবেলায় বন্ধ থাকে প্রতিষ্ঠানটির অনলাইন ব্যাংকিং ব্যবস্থা।
গ্রাহকদের উদ্দেশ্যে প্রতিষ্ঠানটি জানায়, তারা এখনও ওই আক্রমণ থেকে তাদের ‘সিস্টেম রক্ষায়’ কাজ করছে। এ কারণে, কারও জরূরী কোনো লেনদেনের দরকার হলে, তা ব্যাংকটির স্থানীয় কোনো শাখায় এসে করার পরামর্শও দিয়েছে প্রতিষ্ঠানটি।
ব্যাংকটির একজন মুখপাত্র BBC'কে জানান, ব্যাংকটি একটি ‘ডিনায়াল অফ সার্ভিস’ আক্রমণের শিকার, কিন্তু গ্রাহকদের লেনদেন ক্ষতিগ্রস্থ হয়নি। এই আক্রমণের পেছনের মূল হোতাদের ধরতে প্রতিষ্ঠানটি ‘আইনশৃংখলা বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে’ বলে টুইট করা হয় —জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ওয়্যার্ড।
HSBC:
* HSBC Holdings plc is a British multinational banking and financial services company. It is the world's third largest bank by total assets, with total assets of US$2.67 trillion.
* Headquarters: London, United Kingdom
* CEO: Stuart Gulliver
* Founder: Thomas Sutherland
* Founded: March 3, 1865, Hong Kong