Studypress News

কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ; শান্ত'র বিশ্বরেকর্ড

31 Jan 2016

আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে শেষ আট নিশ্চিত করেছে স্বাগতিক বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়েছে ১১৪ রানের বড় ব্যবধানে।

শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় স্কটল্যান্ড। শুরুতেই ওপেনার পিনাক ঘোষের উইকেট তুলে নেন মোহাম্মদ গাফ্ফার। এরপর জয়রাজ শেখের দ্রুত বিদায়

চাপে ফেলে দেয় জুনিয়র টাইগারদের। তবে, তৃতীয় উইকেটে অপর ওপেনার সাইফ হাসান ও নাজমুল হোসেন শান্ত’র ১০১ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় তারা।  শান্ত’র হার না মানা ১১৩ ও অধিনায়ক মেহেদি হাসান মিরাজের ৫১ রানে ২৫৬ রানের সংগ্রহ গড়ে  বাংলাদেশ।

আন্তর্জাতিক যুব ওয়ানডেতে সর্বোচ্চ রান সংগ্রাহক এখন নাজমুল হোসেন শান্ত। পেছনে ফেলেছেন পাকিস্তানি ব্যাটসম্যান সামি আসলামকে। ৪০ ম্যাচে ১৬৯৫ রান করেছেন সামি। ৫৪ ম্যাচে শান্তর'র সংগ্রহ ১৭৪৭ রান।

 

জবাবে, উদ্‌বোধনী জুটিতে ৪৮ রান তুলে দারুণ কিছু করার স্বপ্ন দেখছিল স্কটল্যান্ড। কিন্তু দুই ওপেনারকে ফিরিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় বাংলাদেশ। মোহাম্মদ সাইফ উদ্দিন ও সালেহ আহমেদ শাওনের দুরন্ত বোলিংয়ে ১৪২ রানেই অলআউট স্কটল্যান্ড। ৩টি করে উইকেট নেন সাইফ ও শাওন। ম্যাচসেরার পুরস্কার জেতেন নাজমুল হোসেন শান্ত।

 

স্কোর: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ২৫৬/৬

           নাজমুল হোসেন শান্ত   ১১৩*(১১৭)

          মেহেদি হাসান মিরাজ    ৫১(৪৮)

 

          স্কটল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল ১৪২ (৪৭.২ ওভার)

          

           সাইফ উদ্দিন                 ৩/১৭

          সালেহ আহমেদ            ৩/২৭

 

অন্যদিকে, এ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে এবারের টুর্নামেন্টের সারপ্রাইজ প্যাকেজ নামিবিয়া। সাউথ আফ্রিকাকে ২ উইকেটে হারিয়ে বড়সড় অঘটনের জন্ম দিয়েছে তারা।