Studypress News
অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন আঞ্জেলিক কেরবার
30 Jan 2016
ইতিহাস গড়া হল না সেরেনা উইলিয়ামসের। টেনিসের উন্মুক্ত যুগে কিংবদন্তি স্টেফি গ্রাফের সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড ছোঁয়া হয়নি সেরেনার। মার্কিন তারকাকে হারিয়ে শিরোপা জিতেছেন গ্রাফেরই স্বদেশী আঞ্জেলিক কেরবার।
কেরবার ম্যাচ জেতেন ৬-৪, ৩-৬, ৬-৪ গেমে। এটি ২৮ বছর বয়সী জার্মান তারকার প্রথম গ্র্যান্ড স্ল্যাম।
টেনিসের উন্মুক্ত যুগে নারীদের এককে সর্বোচ্চ ২২টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন স্টেফি গ্রাফ। জার্মান তারকা শেষ অস্ট্রেলিয়ান ওপেন শিরোপাটি জিতেছিলেন ১৯৯৪ সালে। এরপর প্রথম নারী হিসেবে বছরের প্রথম এই গ্র্যান্ড স্ল্যামে চ্যাম্পিয়ন হলেন কোনো জার্মান।