Studypress News

এশিয়া কাপ-২০১৬: সময়সূচী

28 Jan 2016

২৪ ফেব্রুয়ারি, ২০১৬ তারিখে বাংলাদেশ ও ভারতের লড়াই দিয়ে শুরু হচ্ছে এশিয়া কাপ।

২৭ ফেব্রুয়ারি মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান।

* এশিয়ার টেস্ট খেলুড়ে চার দেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশের সঙ্গে এশিয়া কাপে অংশ নেবে বাছাইপর্ব পেরিয়ে আসা একটি দল। মূল টুর্নামেন্টের আগে ১৯ ফেব্রুয়ারি থেকে বাছাইপর্বে অংশ নেবে আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও হংকং এবং এদের থেকে চ্যাম্পিয়ান দল খেলবে মূল পর্বে।

* এই প্রথম এশিয়া কাপ অনুষ্ঠিত হবে T-20 সংস্করণে।

* এ নিয়ে টানা তৃতীয়বার ও রেকর্ড ৫ বার এশিয়া কাপের আয়োজক হতে যাচ্ছে বাংলাদেশ। শ্রীলঙ্কা স্বাগতিক ছিল ৪ বার, সংযুক্ত আরব আমিরাত ২ বার, ভারত ও পাকিস্তান আয়োজন করেছে ১ বার করে।

* এশিয়া কাপের সূচি:

ফেব্রুয়ারি ২৪: বাংলাদেশ - ভারত

ফেব্রুয়ারি ২৫: শ্রীলঙ্কা - বাছাই পর্ব পেরিয়ে আসা দল

ফেব্রুয়ারি ২৬: বাংলাদেশ - বাছাই পর্ব পেরিয়ে আসা দল

ফেব্রুয়ারি ২৭: ভারত – পাকিস্তান

ফেব্রুয়ারি ২৮: বাংলাদেশ – শ্রীলঙ্কা

ফেব্রুয়ারি ২৯ : পাকিস্তান – বাছাই পর্ব পেরিয়ে আসা দল

মার্চ ১: ভারত – শ্রীলঙ্কা

মার্চ ২: বাংলাদেশ – পাকিস্তান

মার্চ ৩: ভারত – বাছাই পর্ব পেরিয়ে আসা দল

মার্চ ৪: পাকিস্তান – শ্রীলঙ্কা

মার্চ ৬: ফাইনাল