Studypress News
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের গর্ব তাহসিনা
06 Nov 2014
যুক্তরাষ্ট্রে সরকারি দায়িত্বে অধিষ্ঠিত হলেন বাংলাদেশী বংশোদ্ভূত আমেরিকান তাহসিনা আহমেদ (২৩)। তার পৈতৃক নিবাস সিলেটের গোলাপগঞ্জ। তাকে নিউ জার্সির হেলডন নগর থেকে স্থানীয় সরকারের কাউন্সিলর নির্বাচিত করা হয়েছে। এ ঘটনায় নিউ জার্সি ও এর আশেপাশের রাজ্যগুলোতে প্রবাসী বাংলাদেশীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ।
তাহসিনা নিউজার্সির মনমাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী। তিনি ডেমোক্রেটিক পার্টির হয়ে নির্বাচন করেন। তার পিতার বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মীপাশা গ্রামে।
৪ নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন হয়। এতে রিপাবলিকান দলের বড় বিজয় অর্জিত হয়। কংগ্রেসের সিনেটে রিপাবলিকান দল তাদের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। এর আগে থেকে কংগ্রেসের প্রতিনিধি পরিষদে রিপাবলিকানরা ছিল সংখ্যাগরিষ্ঠ।