Studypress News

বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে বাংলাদেশের জয়

27 Jan 2016

দুরন্ত জয়ে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ অভিযান শুরু করেছে স্বাগতিক বাংলাদেশ। বর্তমান চ্যাম্পিয়ন সাউথ আফ্রিকাকে ৪৩ রানে হারিয়েছে জুনিয়র টাইগাররা।

 

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের দলের শুরুটা ছিল সাবধানী। ২৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ৩ উইকেটে ১০৩ রান।

 

চার নম্বরে ব্যাটিংয়ে নামা নাজমুল হাসান শান্ত'র ৮২ বলে ৭৩ রানের ইনিংসে লড়াই করার মত পুঁজি পায় স্বাগতিক দল। ওপেনার পিনাক ঘোষ 
৫১ বলে করেন ৪৩ রান। জয়রাজ ইমনের ব্যাট থেকে আসে ৪৬ রান। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ৭ উইকেটে ২৪০ রান করে বাংলাদেশ।

 

জবাবে ৬০ রানে চার উইকেট হারিয়ে চাপে পড়ে যায় প্রোটিয়ারা। তবে দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে যান ওপেনার লিয়াম স্মিথ। ঠিক ১০০ রান করে সালেহ আহমেদ শাওনের বলে আউট হন স্মিথ। শেষ পর্যন্ত ৪৮ ওভার ৪ বলে ১৯৭ রানেই গুটিয়ে যায় সাউথ আফ্রিকার ইনিংস। ৩ টি করে উইকেট নেন মেহেদী হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিন। ম্যাচসেরা হন নাজমুল হাসান শান্ত।

(ছবি: আইসিসির সৌজন্যে)