Studypress News

আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শুরু বুধবার

26 Jan 2016

চট্টগ্রামে কাল শুরু হচ্ছে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। এ নিয়ে দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজন করছে বাংলাদেশ। এর আগে ২০০৪ সালে ছোটদের বিশ্বকাপের আয়োজক ছিল বাংলাদেশ।

এবারের আসরে চারটি গ্রুপে খেলবে মোট ১৬টি দল। ভেন্যু ঢাকা (মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম, চট্টগ্রাম (জহুর আহমেদ চৌধুরী ও এম এ আজিজ স্টেডিয়াম), ফতুল্লা (খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম), সিলেট (সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট বিভাগীয় স্টেডিয়াম) ও কক্সবাজার (শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়াম)।  

গ্রুপ এ: বাংলাদেশ, সাউথ আফ্রিকা, নামিবিয়া ও স্কটল্যান্ড

গ্রুপ বি: আফগানিস্তান, কানাডা, পাকিস্তান ও শ্রীলঙ্কা

গ্রুপ সি: ইংল্যান্ড, ফিজি, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে

গ্রুপ ডি: ভারত, আয়ারল্যান্ড, নেপাল ও নিউ জিল্যান্ড

উদ্বোধনী দিনে রয়েছে দুটি ম্যাচ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সকাল ৯টায় সাউথ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। অন্যদিকে, এমএ আজিজ স্টেডিয়ামে ফিজির বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড।

এক নজরে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ:

১. প্রথম আসর: ১৯৮৮ (আয়োজক অস্ট্রেলিয়া), চ্যাম্পিয়ন-অস্ট্রেলিয়া, রানার্সআপ: পাকিস্তান

২. ১৯৯৮ সালে ইংল্যান্ডে বসেছিল দ্বিতীয় আসর। এরপর থেকে দুই বছর পর পর নিয়মিত অনুষ্ঠিত হচ্ছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ।

৩. ২০১৬ সালে বাংলাদেশে শুরু হচ্ছে একাদশ আসর। এর আগে ২০০৪ সালে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজন করেছিল বাংলাদেশ।

৪. বর্তমান চ্যাম্পিয়ন: সাউথ আফ্রিকা, রানার্সআপ: পাকিস্তান।

৫. সবচেয়ে সফল দল: অস্ট্রেলিয়া ও ভারত (৩টি করে শিরোপা)

৬. এবারের আসরে অংশ নিচ্ছে বাংলাদেশসহ ১৬টি দল।