Studypress News
উইজডেন ইন্ডিয়ার বর্ষসেরার স্বীকৃতি পেল: মাশরাফি
23 Jan 2016
২০১৪-১৫ মৌসুমে উইজডেন ইন্ডিয়ার বর্ষসেরা ছয় ক্রিকেটারের একজন নির্বাচিত হয়েছেন মাশরাফি বিন মুর্তজা।
মাশরাফির সঙ্গে ২০১৪-১৫ মৌসুমের সেরা অন্য ৫ ক্রিকেটার--
-পাকিস্তানের ইউনুস খান,
-ভারতের রবিচন্দ্রন অশ্বিন ও বিনয় কুমার,
-ইংল্যান্ডের জো রুট ও শ্রীলঙ্কার ধাম্মিকা প্রসাদ।
* ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেন ক্রিকেটার অ্যালমানাকের ভারতীয় সংস্করণ ‘উইজডেন ইন্ডিয়া’।
* বাংলাদেশ থেকে এর আগে উইজডেন ইন্ডিয়ার বর্ষসেরা হয়েছেন-
সাকিব আল হাসান, মুমিনুল হক ও মুশফিকুর রহিম।