Studypress News
মায়ের দুধ থেকে অ্যান্টিবায়োটিক তৈরি
25 Jan 2016

যুক্তরাজ্যের একদল বিজ্ঞানী মায়ের দুধের প্রোটিন থেকে নতুন অ্যান্টিবায়োটিক তৈরি করেছেন।
ওষুধ-প্রতিরোধী রোগজীবাণু প্রতিরোধে এটি বিশেষ কার্যকর হবে বলে তাঁরা দাবি করছেন। এতে সিকল-সেল অ্যানিমিয়ার (রক্তশূন্যতা) জিনগত রোগের চিকিৎসায় নতুন আশার সঞ্চার হয়েছে।
লন্ডনের ন্যাশনাল ফিজিক্যাল ল্যাবরেটরি (এনপিএল) এবং ইউনিভার্সিটি কলেজ লন্ডনের বিজ্ঞানীরা অ্যান্টিবায়োটিকটি তৈরি করেছেন। তাঁরা বলছেন, মায়ের দুধে ল্যাকটোফেরিন নামের প্রোটিন থাকে। এটি বিভিন্ন ব্যাকটেরিয়া, ছত্রাক ও ভাইরাসকে মেরে ফেলতে পারে। মায়ের দুধের এই জীবাণুরোধী সামর্থ্যের কারণে নবজাতকেরা প্রথম কয়েক মাস বিভিন্ন অসুখের আক্রমণ থেকে সুরক্ষা পায়।
এনপিএলের গবেষকেরা দেখতে পান, একটি সূক্ষ্ম কণা আকৃতির (১ ন্যানোমিটারের চেয়ে সরু) উপাদানের কারণে ল্যাকটোফেরিন বিভিন্ন রোগজীবাণুকে মেরে ফেলতে পারে। তাঁরা ওই উপাদানকে কিছুটা পরিবর্তন করে ‘ক্যাপসুল’ তৈরি করেন। এটি মানুষের শরীরের কোনো কোষের ক্ষতি না করেই সুনির্দিষ্ট কিছু ব্যাকটেরিয়াকে চিহ্নিত করে ধ্বংস করতে পারে।
ওষুধ প্রতিরোধী রোগজীবাণু মোকাবিলার জন্য যুক্তরাজ্য সরকারের বিশেষজ্ঞ প্যানেলের মতে, ২০৫০ সালের মধ্যে আরও নতুন ওষুধ আবিষ্কার না হলে বিশ্বজুড়ে বছরে কোটি মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে।
Important News

Highlight of the week
