Studypress News
বাংলাদেশের টানা দ্বিতীয় হার
22 Jan 2016

খুলনায় সিরিজ নির্ধারণী ম্যাচ জিততে বাংলাদেশের দরকার ছিল ১৮১ রান। কাজটা বেশ কঠিন হয়ে যায় দলীয় ১৭ রানেই সৌম্য সরকার, তামিম ইকবাল, সাব্বির রহমান ও সাকিব আল হাসানের বিদায়ে।
মাহমুদুল্লাহ (৪১ বলে ৫৪) ও মাশরাফির (১২ বলে ২২) ঝড়ো ব্যাটিং টাইগারদের স্বপ্ন দেখাচ্ছিল। তবে, এই দুই ব্যাটসম্যানকে আউট করে ম্যাচের পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেয় জিম্বাবুয়ে। শেষ পর্যন্ত ১৯ ওভারেই অলআউট হয় বাংলাদেশ।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। হ্যামিল্টন মাসাকাদজার ৫৮ বলে অপরাজিত ৯৩ রানে ১৮০ রানের বড় সংগ্রহ গড়ে তারা। ১টি করে উইকেট নেন মাশরাফি বিন মোর্ত্তজা, আবু হায়দার রনি, তাসকিন আহমেদ ও সাকিব আল হাসান।
স্কোর:
জিম্বাবুয়ে ১৮০/৪ (হ্যামিল্টন মাসাকাদজা ৫৮ বলে ৯৩ রান)
বাংলাদেশ ১৬২ (মাহমুদুল্লাহ ৪১ বলে ৫৪)
ম্যাচ সেরা: মাসাকাদজা
সিরিজ সেরা: মাসাকাদজা
Important News

Highlight of the week
