Studypress News
টি-টোয়েন্টিতে সাকিবের ৫০ উইকেট
22 Jan 2016
প্রথম বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫০ উইকেট পূর্ণ করেছেন সাকিব আল হাসান। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ও শেষ ম্যাচে এই মাইলফলকে পৌঁছান সাকিব। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ৯১ উইকেট নিয়েছেন শাহিদ আফ্রিদি। সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের তালিকায় দশম স্থানে আছেন সাকিব। বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট আব্দুর রাজ্জাকের। ৩৪ টি টি-টোয়েন্টিতে তাঁর সংগ্রহ ৪৪ উইকেট। ৩৭ ম্যাচে ৩০ উইকেট নিয়ে টি-টোয়েন্টিতে বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক মাশরাফি বিন মোর্ত্তজা।
টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের তালিকা:
প্লেয়ার | ম্যাচ | উইকেট |
শাহিদ আফ্রিদি | ৯০ | ৯১ |
উমর গুল | ৬০ | ৮৫ |
সাঈদ আজমল | ৬৪ | ৮৫ |
লাসিথ মালিঙ্গা | ৬১ | ৭৪ |
অজান্তা মেন্ডিস | ৩৯ | ৬৬ |
স্টুয়ার্ট ব্রড | ৩৯ | ৬৫ |
ডেল স্টেইন | ৩৮ | ৫৫ |
নাথান ম্যাককালাম | ৬১ | ৫৫ |
গ্রায়েম সোয়ান | ৩৯ | ৫১ |
সাকিব আল হাসান | ৪২ | ৫০ |