Studypress News

টি-টোয়েন্টিতে সাকিবের ৫০ উইকেট

22 Jan 2016

প্রথম বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫০ উইকেট পূর্ণ করেছেন সাকিব আল হাসান।  জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ও শেষ ম্যাচে এই মাইলফলকে পৌঁছান সাকিব। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ৯১ উইকেট নিয়েছেন শাহিদ আফ্রিদি। সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের তালিকায় দশম স্থানে আছেন সাকিব। বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট আব্দুর রাজ্জাকের। ৩৪ টি টি-টোয়েন্টিতে তাঁর সংগ্রহ ৪৪ উইকেট। ৩৭ ম্যাচে ৩০ উইকেট নিয়ে টি-টোয়েন্টিতে বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক মাশরাফি বিন মোর্ত্তজা।

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের তালিকা:

প্লেয়ার ম্যাচ উইকেট
শাহিদ আফ্রিদি      ৯০  ৯১
উমর গুল     ৬০  ৮৫
সাঈদ আজমল   ৬৪ ৮৫
লাসিথ মালিঙ্গা       ৬১   ৭৪
অজান্তা মেন্ডিস   ৩৯   ৬৬
স্টুয়ার্ট ব্রড             ৩৯    ৬৫
ডেল স্টেইন       ৩৮  ৫৫
নাথান ম্যাককালাম      ৬১ ৫৫
গ্রায়েম সোয়ান   ৩৯ ৫১
সাকিব আল হাসান     ৪২     ৫০