Studypress News

ব্যক্তি পর্যায়ে সর্বোচ্চ ২০০ গ্রাম স্বর্ণ আনা যাবে বাংলাদেশে: কেন্দ্রীয় ব্যাংক

21 Jan 2016

কেন্দ্রীয় ব্যাংকের নতুন নিয়ম অনুযায়ী বাংলাদেশে আসার সময় কোন ব্যক্তি সর্বোচ্চ ২০০ গ্রাম স্বর্ণ অথবা রুপার অলঙ্কার ও বার আনতে পারবেন। বুধবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ নতুন নিয়মের সার্কুলার জারি করেছে। তবে ব্যবসায়িক উদ্দেশ্যে যে কোনো পরিমাণ সোনা বা রুপা বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে আমদানি করা যাবে।

অলঙ্কারের ক্ষেত্রে:

নতুন এই নিয়ম অনুযায়ী বাংলাদেশে আগত একজন যাত্রী করমুক্ত অবস্থায় ১০০ গ্রাম স্বর্ণ বা রুপার অলঙ্কার আনতে পারবেন। তবে, ১০০ গ্রামের বেশি আনতে কর লাগবে। কিন্তু কোনভাবেই ২০০ গ্রামের বেশি আনতে পারবেন না।

বারের ক্ষেত্রে:

স্বর্ণ বা রুপার বার আনলে ১০০ গ্রামেও কর দিতে হবে। কোনভাবেই ২০০ গ্রামের বেশি আনা যাবে না। প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের জন্য ৩ হাজার টাকা কর নির্ধারণ করা হয়েছে।

এর আগে ‘ব্যাগেজ রুলস’ এর বাইরে বাংলাদেশ ব্যাংকের বিশেষ আদেশে সর্বোচ্চ দুই কেজি স্বর্ণ বা রুপার বার আনা যেত। ১৯৯৬ সালের ১৪ জানুয়ারি বাংলাদেশ ব্যাংক ওই বিশেষ আদেশটি জারি করেছিল।