Studypress News

মাশরাফির জীবনীঃ লেখক দেবব্রত মুখোপাধ্যায়

18 Jan 2016

বইয়ের নামঃ ‘মাশরাফি’।

লেখকঃ দেবব্রত মুখোপাধ্যায় (ক্রীড়া সাংবাদিক ও লেখক)।

১৮/১/২০১৬ তারিখে খুলনায় টিম হোটেলে অনুষ্ঠিত হল মাশরাফির জীবনী বইয়ের মোড়ক উন্মোচিত অনুষ্ঠান।

- আয়োজনে ছিলেন জিম্বাবুয়ে সিরিজের বাংলাদেশ স্কোয়াডের সব ক্রিকেটার ও কোচিং স্টাফের সবাই।

- অনুষ্ঠানের আকর্ষণীয় এক অধ্যায় ছিল ব্যতিক্রমী সংবাদ সম্মেলন, যেখানে মাশরাফিকে ইচ্ছেখুশি প্রশ্ন করেছেন সতীর্থরা।

- ইমরুল কায়েসের প্রশ্নের উত্তরে অধিনায়ক জানালেন, ক্যারিয়ার শেষে নিজেরই ইচ্ছে আছে আত্মজীবনী লেখার।

- মজা করে যাকে ‘হিরো’ বলে ডাকেন অধিনায়ক, সেই পেসার তাসকিন আহমেদের প্রশ্ন,

- ‘জীবনের এই পর্যায়ে আসবেন, আপনার জীবনী লেখা হবে, এটা ভাবতে পেরেছিলেন কখনও?’

- মাশরাফির উত্তরে হাসল পুরো হলরুম, “হিরো, ভালো খেলো, তোমাকে নিয়ে এর চেয়েও বড় বই লেখা হবে!”

# বইটির প্রকাশক বাংলাদেশ ক্রিকেট সাপোর্টাস অ্যাসোসিয়েশন (বিসিএসএ)। সমর্থক সংগঠনের কোনো ক্রিকেটারের জীবনী প্রকাশের ঘটনা ক্রিকেটে যথেষ্টই বিরল। এটিও দারুণ ভাবে ছুঁয়ে গেছে মাশরাফিকে।