Studypress News
T-20 -তে গেইলের ১২ বলে ফিফটির রেকর্ড
18 Jan 2016

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগেইডসের হয়ে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে গেইল ৫০ ছুঁয়েছেন মাত্র ১২ বলে!
এর আগে,
- ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের যুবরাজ সিং ১২ বলে অর্ধশতক করে এই রেকর্ড গড়েন।
- টি-টোয়েন্টিতে দ্রুততম শতকের রেকর্ডও গেইলের।
- ২০১৩ আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে পুনে ওয়ারিয়ার্সের বিপক্ষে তিনি শতক ছুঁয়েছিলেন ৩০ বলে। রেকর্ড ১৭ ছক্কায় সেদিন ৬৬ বলে খেলেছিলেন ১৭৫ রানের রেকর্ড ইনিংস।
Important News

Highlight of the week
