Studypress News
বাংলাদেশ ব্যাংকের নতুন মুদ্রানীতি ঘোষণা
14 Jan 2016
চলতি বছরের (২০১৬ সালের) জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসের জন্য নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।
- নতুন এই মুদ্রানীতির বৈশিষ্ট্য হবে ‘সংযত কিন্তু সমর্থনমূলক’।
- ১৪ জানুয়ারি, ২০১৬ তারিখে ব্যাংকের জাহাঙ্গীর আলম সম্মেলন কক্ষে মুদ্রানীতি ঘোষণা করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান।
- উৎপাদন ও মূল্য পরিস্থিতির সঙ্গে সংগতি রেখে এ মুদ্রানীতি করা হয়েছে।
- গভর্নর বলেন, গত বছর (২০১৫ সালে) ৬ দশমিক ৫১ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। ভোক্তা পর্যায়ে মুদ্রাস্ফীতি মোটামুটি স্থিতিশীল আছে। মূল্যস্ফীতিও লক্ষ্যমাত্রার মধ্যে আছে। নতুন মুদ্রানীতি প্রসঙ্গে তিনি বলেন, এখন প্রবৃদ্ধির জন্য গতিময়তা দেখাতে হবে। উৎপাদন ও বিনিয়োগ বাড়ানো এবং রপ্তানি পণ্য সম্প্রসারণ করা নতুন মুদ্রানীতির লক্ষ্য।
এ সময় বাংলাদেশ ব্যাংকের তিন ডেপুটি গভর্নর, প্রধান অর্থনীতিবিদ ও ব্যাংকের উচ্চপর্যায়ের কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।