Studypress News
২০১৫ সালের FIFA ব্যালন ডি’অর জিতেছেন লিওনেল মেসি
12 Jan 2016

সুইজারল্যান্ডের জুরিখে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ২০১৫ সালের ফিফা ব্যালন ডি’অর পুরস্কারটি তুলে দেওয়া হয় বার্সেলোনার ফরোয়ার্ড লিওনেল মেসির হাতে।
>> এ নিয়ে পঞ্চমবারের মতো পুরস্কারটি জিতে নেন তিনি।
>> এর আগে ২০০৯ থেকে ২০১২ পর্যন্ত টানা চারবার পুরস্কারটি জিতেছিলেন তিনি।
>> ব্যালন ডি’অর পুরস্কারটি পেতে মেসি পেয়েছেন মোট ৪১.৩৩ শতাংশ ভোট, রোনালদো পেয়েছেন ২৭.৭৬ শতাংশ আর নেইমার পেয়েছেন ৭.৮৬ শতাংশ ভোট।
>> উল্লেখ্য, গত ২০১৩ এবং ২০১৪ সালের ব্যালন ডি’অর পুরস্কারটি পান রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদো।
>>এক নজরে -২০১৫ সালের FIFA বর্সষেরা:
* ফিফা ব্যালন ডি’অর --লিওনেল মেসি।
* বর্ষসেরা নারী ফুটবলার -- কার্লি লয়েড।
* বর্ষসেরা কোচ -- লুইস এনরিকে।
* নারী দলের বর্ষসেরা কোচ -- জিল এলিস।
* পুসকাস পুরস্কার (বর্ষসেরা গোল) -- ওয়েন্ডেল লিরা।
* ফেয়ার প্লে পুরস্কার -- শরণার্থীদের সহায়তাকারী সব ফুটবল সংগঠন।
*** ফিফপ্রো বিশ্ব একাদশঃ গোলরক্ষক—ম্যানুয়েল নয়্যার, ডিফেন্ডার—দানি আলভেজ, সার্জিও রামোস, থিয়াগো সিলভা, মার্সেলো, মিডফিল্ডার—পল পগবা, লুকা মডরিচ, আন্দ্রেস ইনিয়েস্তা, ফরোয়ার্ড—ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি, নেইমার।
Important News

Highlight of the week
