Studypress News

বিশ্ব ব্যাংকের পূর্ভাবাস প্রবৃদ্ধি হবে ৬.৭%

07 Jan 2016

সম্প্রতি অবকাঠামো খাতে ব্যয় ও সরকারি চাকুরেদের বেতন বাড়ার ফলে চলতি অর্থবছরে বাংলাদেশে জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ৭ শতাংশ হতে পারে বলে বিশ্ব ব্যাংক আভাস দিয়েছে।

আন্তর্জাতিক এ ঋণদাতা সংস্থার ‘গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস’ শীর্ষক অর্ধবার্ষিক প্রতিবেদনে এ পূর্ভাবাস দেয়া হয়।

 

** আর ২০১৬ সালের বৈশ্বিক প্রবৃদ্ধি,

# আগের বছরের ২ দশমিক ৪ শতাংশ থেকে বেড়ে

# ২ দশমিক ৯ শতাংশ হতে পারে বলে

-বিশ্ব ব্যাংক আভাস দিয়েছে।