Studypress News

১০ প্রবাসী বাংলাদেশিকে CIP কার্ড দিবে সরকার

05 Jan 2016

বৈদেশিক মুদ্রা পাঠিয়ে অর্থনীতিতে ‘গুরুত্বপূর্ণ অবদান রাখায়’ দশ অনাবাসী বাংলাদেশিকে ‘কমার্শিয়ালি ইমর্পোটেন্ট পারসন’ (CIP) কার্ড দেবে সরকার।

‘বৈদেশিক মুদ্রা প্রেরণকারী’ ক্যাটাগরিতে ২০১৪ সালের ‘অবদানের’ জন্য এই দশজনকে নির্বাচিত করে আদেশ জারি করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

তারা হলেন,

১। সিলেটের শাহপরানের মোহাম্মদ মাহতাবুর রহমান ও

২। মোহাম্মদ অলিউর রহমান।

৩। দুবাই প্রবাসী কুমিল্লার কোতয়ালির আবুল কালাম,

৪। ওমান প্রবাসী চট্টগ্রামের লালদীঘি ইস্টের মোহাম্মদ কামাল পাশা,

৫। ইতালি প্রবাসী ঢাকার রামপুরার মোহাম্মদ ইদ্রিছ ও

৬। জাহাঙ্গীর মোহাম্মদ হোসেন।

৭। ইতালি প্রবাসী মাদারীপুর শিবচরের ওহিদ মোল্লা,

৮। ওমান প্রবাসী চট্টগ্রামের মোহাম্মদ শাহজাহান মিয়া ও

৯। মোছাম্মত সাজেদা নূর বেগম এবং

১০। বাহরাইন প্রবাসী চট্টগ্রামের আনোয়ারার মোহাম্মদ শফি উদ্দিন।

 

*** নির্বাচিত সিআইপিরা ১ বছর পর্যন্ত সচিবালয়ে প্রবেশের জন্য প্রবেশপত্র পাবেন। সরকারের সংশ্লিষ্ট নীতি নির্ধারণী কমিটিতেও তাদের সদস্য করা হবে।

>>“দেশ-বিদেশে উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের সময় অগ্রাধিকার পাবেন সিআইপিরা,” বলা হয় আদেশে।

>>এছাড়া বিভিন্ন জাতীয় এবং গুরুত্বপূর্ণ দিবসে বিদেশে বাংলাদেশ মিশনে আয়োজিত অনুষ্ঠানেও তারা আমন্ত্রণ পাবেন।

>>সিআইপি কার্ডধারীরা ব্যবসা সংক্রান্ত ভ্রমণে বিমান, রেল, সড়ক ও জলযানে আসন সংরক্ষণে অগ্রাধিকার পান। বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ ব্যবহার এবং স্পেশাল হ্যান্ডিলিংয়ের সুবিধা পান তারা।

>>নিজের জন্য ছাড়াও স্ত্রী-সন্তানদের চিকিৎসার ক্ষেত্রে সরকারি হাসপাতালে কেবিন পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পান সিআইপি কার্ডধারীরা।

>>এছাড়া নির্বাচিত সিআইপিরা বাংলাদেশে বিনিয়োগ করলে বিদেশি বিনিয়োগকারীদের মতেই বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন বলে আদেশে জানানো হয়েছে।

***প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, নতুন সিআইপিদের কবে কার্ড দেওয়া হবে তা এখনও চূড়ান্ত হয়নি।