Studypress News
ডট সিএন (. cn) এখন বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত ডোমেইন
11 Jan 2016
চীনের কান্ট্রি কোড ডোমেইন ডট সিএন (. cn) এখন বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত ডোমেইন। এর ব্যবহারকারীর সংখ্যা ১ কোটি ৬৩ লাখেরও বেশি।
এর আগে,
জার্মানির নিজস্ব ডোমেইন ডট ডিই(.de) ছিল পৃথিবীর সবচেয়ে বেশি ব্যবহৃত ডোমেইন।
চায়না ইন্টারনেট নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার (সিএনএনআইসি) এই তথ্য জানিয়েছে।
সিএনএনআইসিয়ের প্রধান লি জিওডং জানান,
* ২০০৯ সাল থেকে চীনের সকল ওয়েবসাইট ডট সিএন ডোমেইন সংগ্রহ করতে থাকে।
* এই ডোমেইনের বড় সুবিধা হচ্ছে এর অনলাইন বিপদের ঝুঁকি কম।
* ডট সিএন এখন শুধু চীনা প্রতিষ্ঠানের ব্যবহারের মধ্যেই সীমাবদ্ধ নেই।
* বিভিন্ন বিদেশি প্রতিষ্ঠান এবং মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোও এই ডোমেইন ব্যবহার করে।
চীনের সংবাদ সংস্থা সিনহুয়ার এক খবরে বলা হয়েছে,
চীনে সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠানগুলো ডট সিএন ব্যবহার করছে। চীনে ৬৭ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করছে এবং দেশটিতে ৪১ লাখেরও বেশি ওয়েবসাইট চালু আছে। ডট সিএন ডোমেইনটি চীনের শিল্প ও তথ্য মন্ত্রণালয়ের বিভাগটি নিয়ন্ত্রণ করে।