Studypress News
বাংলা অনুবাদক নিয়োগ দিয়েছে ফেসবুক
10 Jan 2016

বাংলা স্ট্যাটাস ভাষান্তরে একজন অনুবাদক নিয়োগ দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।
এখন,
ইন্টারনেটে সামাজিক যোগাযোগের এই মাধ্যমে কেউ আপত্তিকর কিছু লিখলে তা সহজেই কর্তৃপক্ষ শনাক্ত করে মুছে দিতে পারবে বলে আশা করছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
ফেসবুকের মাধ্যমে,
১। বিদ্বেষ ছড়ানো,
২। হয়রানি করা,
৩। ব্যক্তি আক্রমণ
-এর মতো ঘটনা বেড়ে যাওয়ায় তা ঠেকাতে পদক্ষেপ চেয়ে চিঠি দিয়েছিল মন্ত্রণালয়।
প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, “সম্প্রতি ফেসবুক কর্তৃপক্ষকে এ বিষয়ে চিঠি দিয়ে জানালে তারা জানিয়েছেন, একজন বাংলা অনুবাদক নিয়োগ দিয়েছে তারা।”
* গত ৩০ নভেম্বর বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য ফেসবুক কর্তৃপক্ষকে চিঠি দেন প্রতিমন্ত্রী।
* ফেসবুক কর্তৃপক্ষের সাড়া পাওয়ার পর ৬ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফেসবুক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন সরকারের তিন মন্ত্রী।
Important News

Highlight of the week
