Studypress News
কলিন মানরো ১৪ বলে ৫০ রানের বিশ্ব রেকর্ড
10 Jan 2016
শ্রীলঙ্কার বিপক্ষে ২য় টি-টোয়েন্টিতে ১৪ বলে ৫০ রান করে রেকর্ড গড়লেন নিউ জিল্যান্ডের ব্যাটসম্যান কলিন মানরো। আন্তর্জাতিক ক্রিকেটে ২য় দ্রুততম অর্ধশতকের রেকর্ড এটি।
এর আগে,
২০০৭ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ১২ বলে অর্ধশতক করেছিলেন ভারতের - যুবরাজ সিং।
১০ জানুয়ারি, ২০১৬ তারিখে শ্রীলঙ্কার বিপক্ষে ১৪৩ রান তাড়া করতে নেমে প্রথমে একটি রেকর্ড গড়েছিলেন মার্টিন গাপটিল। ১৯ বলে অর্ধশতক করে গড়েছিলেন টি-টোয়েন্টিতে নিউ জিল্যান্ডের কোনো ব্যাটসম্যানের দ্রুততম অর্ধশতকের রেকর্ড। গাপটিলের রেকর্ডটি পর মাত্র বিশ মিনিট পরেই ১৪ বলে অর্ধশতক করলেন মানরো।