Studypress News

পর্যায় সারণিতে নতুন ৪টি মৌ​ল যুক্ত হচ্ছে

05 Jan 2016

নতুন চারটি মৌল যুক্ত হচ্ছে পর্যায় সারণিতে।

# মৌল ১১৩, ১১৫, ১১৭ ও ১১৮ যুক্ত হবে-পর্যায় সারণির ৭ নম্বর সারিতে।

**এতে ওই সারি পূর্ণ হবে।

**অদ্যাবধি আবিষ্কৃত মৌলগুলোকে তাদের ধর্মের ওপর ভিত্তি করে এবং সাদৃশ্যপূর্ণ ধর্মবিশিষ্ট মৌলসমূহকে একই পর্যায়ের অন্তর্ভুক্ত করে যে একটি সারণি তৈরি করা হয়েছে, তাকে পর্যায় সারণি নামে অভিহিত করা হয়।

গত বছরের (২০১৫ সালের) ৩০ ডিসেম্বর,

"ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব পিউর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রির" গবেষকেরা এই মৌলগুলোকে সারণিতে রাখার পক্ষে মত দেন।

তবে ওই মৌলগুলোর এখনো কোনো স্বীকৃত নাম বা প্রতীক গৃহীত হয়নি।

নতুন এই মৌলগুলো জাপান, রাশিয়া, যুক্তরাষ্ট্রের গবেষকেরা তৈরি করেছেন। তাঁরাই এগুলোর নামকরণ করবেন।

নতুন এই মৌলগুলো মানুষের তৈরি। এই ভারী ধাতব মৌলগুলো তৈরিতে ২০০৪ সাল থেকে কাজ করছেন গবেষকেরা।

২০১১ সালে ১১৪ ও ১১৬ মৌল দুটি যোগ হওয়ার পর এবারে চারটি উপাদান পর্যায় সারণিতে স্থান পাচ্ছে।

এই মৌ​লগুলোর স্থায়ী নাম দিতে পৌরাণিক নাম, ধাতব নাম, স্থান বা দেশের নাম বা কোনো বিজ্ঞানীর নাম ব্যবহার করা হতে পারে। সেই নামের সংক্ষিপ্ত রূপ পর্যায় সারণিতে স্থান পাবে।

 

# বর্তমানে এই মৌলগুলো তার সংখ্যা অনুযায়ী পরিচিতঃ-

১। ১১৩ তম মৌলকে বলা হচ্ছে = আনআনট্রিয়াম, যার প্রতীক হচ্ছে UUT,

২। ১১৫ মৌলটিকে বলা হচ্ছে = আনআনপেনটিয়াম বা UUP,

৩। ১১৭ মৌলটিকে বলা হচ্ছে = আনআনসেপটিয়াম বা UUS এবং

৪। ১১৮তম মৌলটিকে বলা হচ্ছে = আনআনঅকটিয়াম বা UUO