Studypress News
কৃত্রিম বুদ্ধিমত্তা উদ্ভাবন করবেন মার্ক জাকারবার্গ
06 Jan 2016
ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ আয়রন ম্যান চলচ্চিত্রের "জার্ভিসের" আদলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা উদ্ভাবন করতে যাচ্ছেন।
জাকারবার্গ তার ভেরিফাইড ফেইসবুক একাউন্টে জানান-
# “আমি প্রতি বছর নিজের জন্য একটি ব্যক্তিগত চ্যালেঞ্জ নির্ধারণ করি।“গত বছর মাসে দুটি বই পড়া, মান্দারিন ভাষা শেখা ও প্রতিদিন একজন নতুন মানুষের সঙ্গে পরিচয়কে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম। আর এবছরের চ্যালেঞ্জ, ‘উদ্ভাবন’।
# “ব্যক্তিগত ব্যবহারের জন্য একটি এআই প্রোগ্রাম তৈরি করর, যাকে আপনারা আয়রন ম্যানের জার্ভিসের সঙ্গে তুলনা করতে পারেন।”
# তিনি এটাকে তার কণ্ঠস্বরও চিনতে শেখাবেন। যেন এটি রেকর্ডারে গান বাজান থেকে শুরু করে বাড়ির আলো, তাপমাত্রা ও অন্য সবকিছু নিয়ন্ত্রণ করার পদ্ধতি রপ্ত করতে পারে।
# শুধু তাই নয়, কলিং বেল বেজে ওঠার সঙ্গে সঙ্গে দরজায় দাঁড়ান বন্ধু বা স্বজনের চেহারাও শনাক্ত করবে এটি।
ম্যাক্সের (জাকারবার্গের কন্যা) ঘরে কোনো কিছু ঘটা মাত্র এবং ম্যাক্সের কখন কি প্রয়োজন তা জানানোর পদ্ধতিও শেখাবেন জাকারবার্গ। এমনকি কর্মক্ষেত্রেও এটি তাকে সহায়তা করবে, এমন পরিকল্পনাও রয়েছে তার। বিষয়টিকে বেশ মজার একটি ব্যাপার হিসেবেই দেখছেন তিনি।“নিজের জন্য কোডিং করার বিষয়টি আমার কাছে ‘ইনটেলেকচুয়াল চ্যালেঞ্জ’-এর মতো মনে হচ্ছে এবং ব্যাপারটা বেশ মজার”, বলেন তিনি।
***আয়রন ম্যান চলচ্চিত্রের ভক্তদের কাছে "জার্ভিস" পরিচিত নাম। কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন এই কাল্পনিক চরিত্রটি টনি স্টার্কের (আয়রন ম্যান) ব্যক্তিগত সহচর হিসেবে তার নির্দেশ পালন করত।