Studypress News
এক দিনেই ব্যক্তিগত ৬৫২ রানের বিশ্ব রেকর্ড
05 Jan 2016
মুম্বাইয়ের স্কুলছাত্রের প্রনব ধানাওয়াড়ে এক দিনেই করেছেন অপরাজিত ৬৫২ রান। এটি যে কোনো পর্যায়ের ক্রিকেটেই সবচেয়ে বড় ব্যক্তিগত ইনিংসের বিশ্ব রেকর্ড।
৪ জানুয়ারি, ২০১৬ তারিখে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের আন্ত:স্কুল টুর্নামেন্ট এইচটি ভান্ডারি কাপে কেসি গান্ধী স্কুলের এই ছাত্র ম্যাচের প্রথম দিনে মাত্র ১৯৯ বল খেলে ৬৫২ রান সংগ্রহ করেন। আরিয়া গুরুকুল স্কুলের বিপক্ষে প্রনব ধানাওয়াড়ের প্রথম দিনের ইনিংসে ছিল ৭৮টি চার ও ৩০টি ছক্কা।
তার দল ইনিংস ঘোষণার সময় ৩২৩ বলের ইনিংসটি ৫৯টি ছক্কা আর ১২৭টি চার সমৃদ্ধ ১০০৯* রানে অপরাজিত ছিলেন এই ব্যাটসম্যান।
প্রনবের এই ৬৫২ যে কোনো পর্যায়ের ক্রিকেটেই সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। মুম্বাইয়ের স্কুল ছাত্র ভেঙেছেন ক্রিকেটের সবচেয়ে পুরোনো রেকর্ডগুলোর একটি। ১৮৯৯ সালে ইংল্যান্ডের ব্রিস্টলের ক্লিফটন কলেজ মাঠে নর্থ টাউনের বিপক্ষে ক্লার্কস হাউজের হয়ে ৬২৮ রান করেছিলেন ১৩ বছরের স্কুল ছাত্র আর্থার এডওয়ার্ড কলিন্স। যে কোনো পর্যায়ের ক্রিকেটে সেটাই এতদিন ছিল একমাত্র ছয়শ রানের ব্যক্তিগত ইনিংস।