Studypress News
শিশু শান্তি পুরস্কার -২০১৫ পেয়েছেন আব্রাহাম কেইটা
11 Nov 2015

লাইবেরিয়ার নাগরিক আব্রাহাম কেইটা (১৭) পেয়েছেন আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০১৫
# শিশুদের বিরুদ্ধে সহিংসতা বন্ধের জন্য ‘ক্লান্তিহীন প্রচারণা’ চালানোর স্বীকৃতি হিসেবে তাকে এই পুরস্কার দেওয়া হয়।
# নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে আয়োজিত অনুষ্ঠানে নোবেল শান্তি পুরস্কারজয়ী স্বদেশি লেমাহ জিবোয়ির হাত থেকে পুরস্কার নেয় আব্রাহাম।
# সে বলে, শিশুদের ন্যায়বিচার দিলে, তা আসলে বিশ্বকেই দেওয়া হয়।
উল্লেখ্য,
# নেদারল্যান্ডসভিত্তিক কিডস রাইট ফাউন্ডেশন ২০০৫ সাল থেকে শিশু অধিকার নিয়ে কাজ করা শিশুদের এ পুরস্কার দিয়ে আসছে।
Important News

Highlight of the week
