Studypress News
অনন্যা সাহিত্য পুরস্কার -১৪২২ পেয়েছেন সোনিয়া নিশাত আমিন
05 Dec 2015

বিশিষ্ট গবেষক ও প্রাবন্ধিক অধ্যাপক সোনিয়া নিশাত আমিন অনন্যা সাহিত্য পুরস্কার -১৪২২ পেয়েছেন। তিনি দেশের গবেষণা ও প্রবন্ধ সাহিত্যে বিশেষ অবদান রাখার জন্য এ পুরস্কার লাভ করেন।
বাঙালি মুসলিম নারীর আধুনিকায়ন শীর্ষক তাঁর যে গবেষণা গ্রন্থ, সেখানে সোনিয়া ভিন্নধর্মী বিশ্লেষণ দিয়ে নারীর বিবর্তনের ইতিহাস তুলে এনেছেন। ১৮৭৬ সাল থেকে ১৯৩৯ সাল পর্যন্ত-এই দীর্ঘ সময়ে নারীর ইতিহাসের নানা দিক, নানা অনুষঙ্গ তুলে এনেছেন। ইতিবাচক পরিবর্তন কীভাবে ইতিহাস গ্রহণ করেছে, সেটি সোনিয়া তাঁর গবেষণার মধ্য দিয়ে উপস্থাপন করেছেন। এশিয়াটিক সোসাইটি থেকে সোনিয়ার ঢাকার নগরজীবনে নারী শীর্ষক একটি সম্পাদিত গ্রন্থ প্রকাশিত হয়েছে। চার শ বছরে নারীর বিবর্তনমূলক ইতিহাস তিনি লিপিবদ্ধ করেছেন।
পুরস্কার প্রদান পর্বে পুরস্কারপ্রাপ্ত লেখক ও গবেষক সোনিয়া নিশাত আমিনকে উত্তরীয় পরিয়ে দেন ও সনদ তুলে দেন সেলিনা হোসেন, তাঁর হাতে ক্রেস্ট তুলে দেন সৈয়দ আনোয়ার হোসেন, পুরস্কারের ৫০ হাজার টাকার চেক তুলে দেন তাসমিমা হোসেন।
উল্লেখ্য,
# এটি ছিল অনন্যার ২১তম সাহিত্য পুরস্কার।
# প্রথম পেয়েছিলেন কথাসাহিত্যিক -সেলিনা হোসেন।
Important News

Highlight of the week
