Studypress News
বেন স্টোকস -এর দ্বিতীয় দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড
04 Jan 2016
কেপটাউনে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্যাচে,
ইংল্যন্ডের অলরাউন্ডার বেন স্টোকস ১৬৩ বলে ২০০ রান করে টেস্ট ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় দ্রুততম দ্বিশতকের বিশ্ব রেকর্ড গড়েছেন।
এর আগে,
নিউজিল্যান্ডের নাথান অ্যাস্টল ২০০২ সালে ইংল্যন্ডের বিপক্ষে ১৫৩ বলে ২০০ রান করে এখনও দ্রুততম দ্বিশতকের বিশ্ব রেকর্ডে প্রথম অবস্থানে রয়েছেন।
টেস্টে দ্রুততম ১০ ডাবল সেঞ্চুরি:
বল ===ব্যাটসম্যান== প্রতিপক্ষ=== ভেন্যু==== সাল
১৫৩ = নাথান অ্যাস্টল = ইংল্যান্ড = ক্রাইস্টচার্চ = ২০০২
১৬৩ = বেন স্টোকস = দক্ষিণ আফ্রিকা = কেপ টাউন = ২০১৬
১৬৮ = বিরেন্দর শেবাগ = শ্রীলঙ্কা = মুম্বাই = ২০০৯
১৮২ = বিরেন্দর শেবাগ = পাকিস্তান = লাহোর = ২০০৬
১৮৬ = ব্রেন্ডন ম্যাককালাম = পাকিস্তান = শারজাহ = ২০১৪
১৯৪ = বিরেন্দর শেবাগ= দক্ষিণ আফ্রিকা = চেন্নাই = ২০০৮
২১১ = হার্শেল গিবস = পাকিস্তান = কেপ টাউন = ২০০৩
২১২ = অ্যাডাম গিলক্রিস্ট = দক্ষিণ আফ্রিকা = জোহানেসবার্গ = ২০০২
২২০ = ইয়ান বোথাম = ভারত = ওভাল = ১৯৮২
২২২ = বিরেন্দর শেবাগ = পাকিস্তান = মুলতান = ২০০৩