Studypress News
সপ্তমবারের মতো সাফে চ্যাম্পিয়ন ভারত
03 Jan 2016

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে আফগানিস্তানকে ২-১ গোলে হারিয়ে এ নিয়ে সপ্তমবারের মতো সাফ ফুটবলের শিরোপা নিজেদের করে নিল ভারত।
এর আগে,
১৯৯৩, ১৯৯৭, ১৯৯৯, ২০০৫, ২০০৯ ও ২০১১ সালে এ আসরের শিরোপা জিতেছিল ভারত।
ভারতের ত্রিভান্দ্রাম স্টেডিয়ামে ৩/০১/২০১৬ তারিখে আফগানিস্তানকে হারিয়ে একটা প্রতিশোধও নেওয়া হলো ভারতের। নেপালের গত আসরে আফগানিস্তানের কাছে হেরেই মুকুট হারিয়েছিল ভারত।
উল্লেখ্যঃ
সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের ১২তম আসর অনুষ্ঠিত হবে -বাংলাদেশে, ২০১৭ সালে।
Important News

Highlight of the week
