Studypress News
রেমিট্যান্স প্রবাহে বাংলাদেশ দশম
30 Dec 2015
অভিবাসন ও প্রবাসী-আয় নিয়ে সম্প্রতি প্রকাশিত হয়েছে বিশ্বব্যাংকের ফেক্টবুক-২০১৬। এই প্রতিবেদনে প্রবাসী-আয় বা রেমিট্যান্স অর্জনকারী দেশ হিসেবে বিশ্বে বাংলাদেশের অবস্থান দশম।
# বিশ্বব্যাংকের প্রতিবেদনে বিশ্বের শীর্ষ রেমিট্যান্স অর্জনকারী দেশ ভারত । দ্বিতীয় স্থানে চীন।
*** বিশ্বব্যাংকের প্রকাশিত ফেক্টবুক-২০১৬ অনুযায়ী বাংলাদেশের রেমিট্যান্স:
১. রেমিট্যান্সের পরিমাণ ১ হাজার ৫৮০ কোটি ডলার।
২. সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে সৌদি আরব থেকে।
বিশ্বব্যাংকের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে বর্তমানে প্রায় ৭৬ লাখ বাংলাদেশি বাস করেন। বাংলাদেশ বর্তমানে পৃথিবীর পঞ্চম বৃহত্তম দেশ, যে দেশের এত বিশালসংখ্যক প্রবাসী রয়েছেন। তবে, উচ্চশিক্ষিত প্রবাসীরা রেমিট্যান্স পাঠান, এমন শীর্ষ ৩০টি দেশের তালিকায় নেই বাংলাদেশ।
বিশ্বব্যাংকের ফেক্টবুক-২০১৬ এর আরো কিছু তথ্য:
# ২০১৫ সালে যুক্তরাষ্ট্র থেকে সবচেয়ে বেশি ৫ হাজার ৬৩০ কোটি ডলার রেমিট্যান্স বিভিন্ন দেশে গেছে।
# দ্বিতীয় অবস্থানে থাকা সৌদি আরব থেকে বিভিন্ন দেশে গেছে ৩ হাজার ৬৯০ কোটি ডলার।
# তৃতীয় অবস্থানে থাকা রাশিয়া থেকে বিশ্বের বিভিন্ন দেশে রেমিট্যান্স পাঠানো হয়েছে ৩ হাজার ২৬০ কোটি ডলার।
একনজরেঃ
- রেমিট্যান্স প্রবাহে বাংলাদেশ দশম।
- প্রবাসীর সংখ্যার দিক থেকে পঞ্চম বাংলাদেশ।
- রেমিট্যান্স আদান-প্রদানে শীর্ষ ৩০টি করিডরের দুটিই বাংলাদেশের সঙ্গে।
- সিঙ্গাপুর থেকে রেমিট্যান্স পাঠানোয় খরচ সবচেয়ে কম, ২০০ ডলারে ১.৯%
- যুক্তরাষ্ট্র থেকে সবচেয়ে বেশি রেমিট্যান্স বিভিন্ন দেশে যায়।
- উচ্চশিক্ষিত প্রবাসীরা রেমিট্যান্স পাঠান, এমন শীর্ষ ৩০টি দেশের তালিকায় নেই বাংলাদেশ।
- সবচেয়ে বেশি ভারতীয় প্রবাসে থাকেন।