Studypress News

বিদ্যুৎকেন্দ্র নির্মাণে বিশ্বব্যাংক আরও ১৭ কোটি ৭০ লাখ ডলারের ঋণ দেবে

28 Dec 2015

সিদ্ধিরগঞ্জ ৩৩৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট নির্মাণে,

বিদ্যুৎকেন্দ্রকে জ্বালানি সাশ্রয়ী পিকিং পাওয়ার প্ল্যান্টে রূপান্তরিত করার জন্য বিশ্বব্যাংক আরও ১৭ কোটি ৭০ লাখ ডলারের ঋণ দেবে। বাংলাদেশি টাকায় এর পরিমাণ প্রায় ১ হাজার ৪০০ কোটি টাকা।

এর আগে বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণে ৩৫ কোটি ডলার দিয়েছিল বিশ্বব্যাংক।

৩২ বছরে ৩ দশমিক ১২ শতাংশ সুদে এ ঋণ পরিশোধ করতে হবে। আর সার্ভিস চার্জ দশমিক ৭৫ শতাংশ। তবে ছয় বছরের গ্রেস পিরিয়ডসহ এ ঋণ ৩৮ বছরে পরিশোধযোগ্য।

উল্লেখ্য,

দেশে বিদ্যুৎ উৎপাদনে বিশ্বব্যাংক সর্বশেষ ২০০৮ সালে এই বিদ্যুৎকেন্দ্র নির্মাণে অর্থসহায়তা দিয়েছিল।