Studypress News
অভিবাসন ২০১৫ সালে ৩০ শতাংশ বেড়েছে
28 Dec 2015
বেসরকারি গবেষণা সংস্থা রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের (রামরু) প্রতিবেদন অনুযায়ী ২০১৪ সালের তুলনায় ২০১৫ সালে প্রায় ৩০% বেশি বাংলাদেশি নাগরিক কর্মসংস্থানের জন্য বিদেশ গেছেন।
বেসরকারি সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় রামরু জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
জনশক্তি ও কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) পরিসংখ্যান উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, এ বছরের জানুয়ারি থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত ৫ লাখের বেশি বাংলাদেশি নাগরিক কর্মসংস্থানের জন্য বিদেশ গেছেন। ২০১৪ সালের তুলনায় এই হার ৩০ শতাংশ বেশি। আর নারী অভিবাসনকারীর সংখ্যা গত বছরের চেয়ে ১৯ শতাংশ বেড়েছে। এ বছর নারী অভিবাসনকারীর সংখ্যা ১ লাখ হতে পারে।