Studypress News
গ্লোব সকার অ্যাওয়ার্ড -২০১৫ পেলেন, লিওনেল মেসি
28 Dec 2015
দুবাইয়ে গ্লোব সকার অ্যাওয়ার্ডে ২০১৫ সালের সেরা ফুটবলারের পুরস্কার পেলেন বার্সেলোনার ফরোয়ার্ড লিওনেল মেসি।
# ২০১৪-১৫ মৌসুমে ট্রেবল জেতা বার্সেলোনা বছরের সেরা ক্লাবের স্বীকৃতি পেয়েছে।
# বার্সেলোনা ক্লাবের প্রধান জোজেপ মারিয়া বার্তোমেউ পেয়েছেন বছরের সেরা সভাপতির পুরস্কার।
# সেরা কোচ নির্বাচিত হয়েছেন বেলজিয়ামকে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে নিয়ে যাওয়া মার্ক উইলমটস।
# বছরের সেরা এজেন্টের পুরস্কার জিতেছেন জর্জে মেন্দেস।
***২০১৪ সালের গ্লোব সকার অ্যাওয়ার্ড বিজয়ী ছিলেন রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদো।