Studypress News
২০১৫ সালের টেনিসের বর্ষসেরাঃ নোভাক জোকোভিচ ও সেরেনা উইলিয়ামস
24 Dec 2015
ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন (আইটিএফ) ২০১৫ সালের বর্ষসেরা টেনিস খেলোয়াড়ের নাম ঘোষণা করেছে।
এর মধ্যে,
# পুরুষ বিভাগে ২০১৫ সালের বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন -সার্বিয়ার নোভাক জোকোভিচ*।
# মহিলা বিভাগে ২০১৫ সালের বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন -যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস*।
* নোভাক জোকোভিচঃ
২০১৫ সালে বছরের চারটি গ্র্যান্ড স্ল্যামের মধ্যে তিনটিতে অস্ট্রেলিয়ান ওপেন, উইম্বলডন ও ইউএস ওপেন জয় লাভ করে চতুর্থবারের মতো র্যাঙ্কিংয়ে এক নম্বরে থেকে এ বছর শেষ করেন।
* সেরেনা উইলিয়ামসঃ
২০১৫ সালের চারটি গ্র্যান্ড স্ল্যামের মধ্যে অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডন জয় লাভ করেন এবং ইউএস ওপেনের সেমি-ফাইনালে উঠেছিলেন।