Studypress News

রদ্রির হাত ধরে ৬৪ বছর পর স্পেনের ব্যালন ডি'অর জয়

29 Oct 2024

গেলো কয়েকদিন ধরে প্রায় সবাই নিশ্চিত ছিল, এবারের ব্যালন ডি'অর জিততে যাচ্ছেন ভিনিসিয়ুস জুনিয়র। কিন্তু গতকাল অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে জানা যায় রিয়াল মাদ্রিদের এই ব্রাজিলিয়ান স্টার জিতছেন না এই পুরস্কার। শেষ পর্যন্ত আলোচনায় খুব একটা না থাকায় ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রির হাতে উঠেছে এবারের ব্যালন ডি'অর। এসিএল চোটে বর্তমানে মাঠের বাইরে থাকা রদ্রি এই ফুটবলার ক্রাচে ভর দিয়ে মঞ্চে ওঠেন পুরস্কার নিতে।পুরস্কার তুলে দেন ১৯৯৫ সালের বিজয়ী জর্জ ওয়েহ।


৬৪ বছর পর ব্যালন ডি'অর জিতলেন স্পেনের কোনো পুরুষ ফুটবলার।সবশেষ ১৯৬০ সালে জিতেছিলেন লুইস সুয়ারেস।রদ্রির পারফরম্যান্স বেশ উজ্জ্বল ছিল গত মৌসুমে। সিটির টানা চতুর্থ প্রিমিয়ার লীগ জয়ে বড় অবদান রাখেন তিনি। গত জুলাইয়ে জার্মানিতে অনুষ্ঠিত ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে স্পেনের শিরোপা জয়ে জেতেন টুর্নামেন্টের সেরার খেলোয়াড়ের পুরস্কার। সিটির হয়ে ২০২৩-২৪ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫০ ম্যাচে তিনি গোল করেন ৯টি। এছাড়া তার অ্যাসিস্ট আছে ১৪টি।


ব্যালন ডি’র জয়ে এগিয়ে কোন লিগ আর ক্লাব


কোন খেলোয়াড় সবচেয়ে বেশি ব্যালন ডি’অর জিতেছেন, সেই উত্তর সবারই জানা।লিওনেল মেসি সর্বোচ্চ ৮ বার ব্যালন ডি’অর ট্রফি জিতেছেন। সর্বশেষ গত বছরও ব্যালন ডি’অর জিতেছিলেন মেসিই। আর্জেন্টাইন কিংবদন্তির পর এই পুরস্কার সবচেয়ে বেশি জিতেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ কিংবদন্তির হাতে ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের এই ট্রফি উঠেছে পাঁচবার। প্রায় এক দশক পর্যন্ত ব্যালন ডি’অরের আশপাশে অন্য কাউকে ঘেঁষতে দেননি এ দুজন। মেসি–রোনালদোর ব্যালন ডি’অর জয়ের সঙ্গে সমৃদ্ধ হয়েছে তাঁদের ক্লাবও। প্রশ্ন হচ্ছে, ব্যালন ডি’অর জয়ে সবার ওপরে কোন ক্লাব? রিয়াল মাদ্রিদ বা বার্সেলোনা নাকি অন্য কোনো দল?


ক্লাব হিসেবে সবচেয়ে বেশি ব্যালন ডি’অর জয়ের এ তালিকায় অবশ্য চমক আছে।  কারণ, রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা দুই ক্লাবই ব্যালন ডি’অর জিতেছে ১২ বার করে। তবে চমকটা হচ্ছে রিয়ালের ১২টি ব্যালন ডি’অর জিতেছেন ৮ জন ফুটবলার।আর বার্সার ১২টি ব্যালন ডি’অর জিতেছেন ৬ ফুটবলার।


২০২৪ ব্যালন ডি’অরে কে কী পুরস্কার জিতলেন


ছেলেদের ব্যালন ডি’অর

রদ্রি (স্পেন, ম্যানচেস্টার সিটি)


মেয়েদের ব্যালন ডি’অর

আইতানা বোনমাতি (স্পেন, বার্সেলোনা)


মেন্স ইয়োহান ক্রুইফ ট্রফি (ছেলেদের বর্ষসেরা কোচ )

কার্লো আনচেলত্তি (রিয়াল মাদ্রিদ)


উইমেন্স ইয়োহান ক্রুইফ ট্রফি (মেয়েদের বর্ষসেরা কোচ)

এমা হেইস (চেলসি, যুক্তরাষ্ট্র)


গার্ড মুলার ট্রফি (সর্বোচ্চ গোলদাতা)

কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স, পিএসজি)


হ্যারি কেইন (ইংল্যান্ড, বায়ার্ন)


লেভ ইয়াশিন ট্রফি (বর্ষসেরা গোলকিপার)

এমিলিয়ানো মার্তিনেজ (অ্যাস্টন ভিলা, আর্জেন্টিনা)


রেমন্ড কোপা ট্রফি (বর্ষসেরা তরুণ খেলোয়াড়)

লামিনে ইয়ামাল (স্পেন, বার্সেলোনা)


সক্রেটিস পুরস্কার (দাতব্য কাজ)

হেনি হেরমোসো (স্পেন, তাইগ্রেস)


ছেলেদের বর্ষসেরা ক্লাব

রিয়াল মাদ্রিদ


মেয়েদের বর্ষসেরা ক্লাব

বার্সেলোনা