Studypress News
২০১৫ সালের আইসিসির বর্ষসেরা খেলোয়াড়ঃ স্টিভ স্মিথ
23 Dec 2015
১। স্টিভ স্মিথ চতুর্থ অস্ট্রেলিয়ান ও ১১ তম খেলোয়াড় হিসেবে আইসিসির বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন। এছাড়াও তিনি টেস্টেও বর্ষসেরা হয়েছেন।
*** ১৮ সেপ্টেম্বর, ২০১৪ থেকে ১৩ সেপ্টেম্বর, ২০১৫ - এই এক বছরের পারফরম্যান্স হিসেব করে এই পুরস্কার দেওয়া হয়েছে। এই সময়ে টেস্টে সবচেয়ে বেশি রান স্মিথের। ২৩ টেস্টে ২৫ ইনিংসে তাঁর রান ১৭৩৪। গড় ৮২.৫৭! একই বছরে আইসিসির বর্ষসেরা ও টেস্ট সেরা সপ্তম খেলোয়াড় হলেন স্মিথ। এর আগে রাহুল দ্রাবিড় (২০০৪), জ্যাক ক্যালিস (২০০৫), রিকি পন্টিং (২০০৬), কুমার সাঙ্গাকারা (২০১২), মাইকেল ক্লার্ক (২০১৩) ও মিচেল জনসন (২০১৪) একই বছরে দুই সেরার পুরস্কার পেয়েছিলেন।
২। ওয়ানডেতে বর্ষসেরার পুরস্কারটি পেয়েছেন দক্ষিণ আফ্রিকার ওয়ানডে অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। নির্ধারিত সময়ের মধ্যে ২০ ইনিংস খেলেছেন ডি ভিলিয়ার্স। তাতে তাঁর রান ১২৬৫। গড় ৭৯ ছাড়ানো, স্ট্রাইক রেট ১২৮.৪।
৩। টি-টোয়েন্টির জন্য আইসিসির পুরস্কারটির নাম ‘টি-টোয়েন্টি পারফরম্যান্স অব দ্য ইয়ার’ জোহানেসবার্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫৬ বলে ১১৯ রানের অবিশ্বাস্য ইনিংসটির জন্য পুরস্কারটি পেয়েছেন ফাফ ডু প্লেসি।
৪। বর্ষসেরা উদীয়মান খেলোয়াড় হয়েছেন অস্ট্রেলিয়ার জশ হ্যাজলউড।
৫। আইসিসি স্পিরিট অব ক্রিকেট পুরস্কারটি পেয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম।
৬। টানা তৃতীয়বারের মতো বর্ষসেরা আম্পায়ার হলে রিচার্ড কেটেলবরো। এবং
৭। মেয়েদের ক্রিকেটে আইসিসির বর্ষসেরা অস্ট্রেলিয়ান - অধিনায়ক মেগ ল্যানিং।