Studypress News
আঙ্কারায় হামলার দায় স্বীকার করল পিকেকে
26 Oct 2024
তুরস্কের রাজধানী আঙ্কারায় তুর্কি প্রতিরক্ষা প্রতিষ্ঠান টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ (টিইউএসএএস) এ হামলার দায় স্বীকার করেছে নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)। হামলায় পাঁচজন নিহত ও ২২ জন আহত হয়। পিকেকে টেলিগ্রামে এক বার্তায় জানিয়েছে, তাদের ‘ইমর্টালস ব্যাটালিয়নের’ সদস্যরা এই হামলা পরিচালনা করেছে। বুধবারের হামলায় পিকেকে যোদ্ধারা বিস্ফোরক ব্যবহার এবং স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে গুলি চালায়। আঙ্কারার টিইউএসএএস ক্যাম্পাসে এই হামলা চালানো হয়। সেখানে বেসামরিক ও সামরিক বিমান, ড্রোনসহ প্রতিরক্ষা এবং মহাকাশ প্রযুক্তির কাজ হয়। হামলার পরপরই তুরস্কের বিমানবাহিনী ইরাকের উত্তরাঞ্চলে পাল্টা হামলা চালায়।শুক্রবার তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, হাকুর্ক, গারা, কান্দিল এবং সিনজারে মোট ৩৪টি পিকেকে লক্ষ্যবস্তুতে আঘাত হানে তুরস্ক। এতে শেল্টার, গুদামসহ বেশ কয়েকটি স্থাপনা ধ্বংস হয়। এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইস্তাম্বুলে গুরুত্বপূর্ণ মন্ত্রী, সামরিক বাহিনীর প্রধান এবং গোয়েন্দা সংস্থার প্রধানদের নিয়ে একটি নিরাপত্তা বৈঠকে বসেন।সেখানে হামলার জবাবে পাল্টা ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়।
তুরস্কের দাবি, পিকেকে এই হামলার সাথে জড়িত থাকার যথেষ্ট প্রমাণ তাদের হাতে রয়েছে। ইতিপূর্বে তুর্কি বাহিনী ইরাকের উত্তরাঞ্চলে ২৯ এবং সিরিয়ার উত্তরে ১৮টি পিকেকে লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এরদোয়ান জানান, হামলাকারীরা সিরিয়া থেকে তুরস্কে অনুপ্রবেশ করেছিল।