Studypress News
বিশ্বকাপের সেরা একাদশে জায়গা করে নিলেন এক বাংলাদেশি
21 Oct 2024

মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ পেল নতুন চ্যাম্পিয়ন। দুবাইয়ে দক্ষিণ আফ্রিকাকে ৩২ রানে হারিয়ে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলো নিউজিল্যান্ডের মেয়েরা। আজ কুড়ি ওভারের নবম বিশ্বকাপর সেরা একাদশ প্রকাশ করল আইসিসি।একাদশে সুযোগ পেয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
দল ভালো না করলেও ব্যক্তিগত অর্জনে উজ্জ্বল ছিলেন এই উইকেটরক্ষক-ব্যাটার। গ্রুপপর্ব থেকে বিদায় নেয় বাংলাদেশ। তবে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ১০ বছরের জয়ের গেরো খোলে তারা। দলগত পারফরম্যান্স ভালো না হলেও আইসিসি জ্যোতিকে রেখেছে উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে। বিশ্বকাপে চার ম্যাচে বাংলাদেশ অধিনায়ক করেছেন ১০৪ রান, গড় ৩৪.৬৬। উইকেটকিপার হিসেবে টুর্নামেন্টের সর্বোচ্চ ৭টি ডিসমিসাল করেছেন জ্যোতি। এর মধ্যে ৬টি স্টাম্পিং ও একটি ক্যাচ। একাদশে সর্বোচ্চ তিন ক্রিকেটার সুযোগ পেয়েছেন দক্ষিণ আফ্রিকার। নেতৃত্বে রাখা হয়েছে প্রোটিয়া অধিনায়ক লরা উলভার্টকে। শিরোপাজয়ী নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ থেকে একাদশে জায়গা পেয়েছেন দুজন করে ক্রিকেটার।
বাংলাদেশ, ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া থেকে আছেন একজন করে। ফাইনালে ব্যাটে-বলে অসাধারণ পারফরম্যান্স করে নিউজিল্যান্ডের শিরোপা জয়ে অ্যামিলিয়া কারের ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা। ফাইনালে তিনটিসহ টুর্নামেন্টে সর্বোচ্চ ১৫ উইকেট নেওয়ার নিয়েছেন এই লেগ স্পিনিং অলরাউন্ডার। ব্যাট হাতে রান করেছেন ১৩৫ রান। জেতেন টুর্নামেন্ট সেরা পুরস্কার। আইসিসির সেরা একাদশেও অবধারিতভাবে আছেন তিনি। দ্বাদশ খেলোয়াড় হিসেবে আছেন নিউজিল্যান্ডের ইডেন কার্সন।
২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা একাদশ:
লরা উলভার্ট (অধিনায়ক, দক্ষিণ আফ্রিকা), তাজমিন ব্রিটস (দক্ষিণ আফ্রিকা), ড্যানি ওয়াট-হজ (ইংল্যান্ড), অ্যামিলিয়া কার (নিউজিল্যান্ড), হরমনপ্রিত কৌর (ভারত), ডিয়ান্ড্রা ডটিন (ওয়েস্ট ইন্ডিজ), নিগার সুলতানা জ্যোতি (উইকেটকিপার, বাংলাদেশ), অ্যাফি ফ্লেচার (ওয়েস্ট ইন্ডিজ), রোজমেরি মেয়ার (নিউজিল্যান্ড), মেগান শাট (অস্ট্রেলিয়া) ও ননকুলুলেকো এমলাবা (দক্ষিণ আফ্রিকা)।
দ্বাদশ খেলোয়াড়: ইডেন কার্সন (নিউজিল্যান্ড)।
Important News

Highlight of the week
