Studypress News

১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে

14 Oct 2024

১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে ৮৩ হাজার ৮৬৫ জন উত্তীর্ণ হয়েছেন। এবার গড় পাসের হার ২৪ শতাংশ। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ওয়েবসাইটে ফল প্রকাশের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর আগে ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে এনটিআরসিএ। তাতে গড় পাসের হার ছিলো ৩৫ দশমিক ৮০ শতাংশ। স্কুল ও কলেজ পর্যায় মিলিয়ে মোট পাস করেন চার লাখ ৭৯ হাজার ৯৮১ জন চাকরিপ্রার্থী।


গত ১৫ই মার্চ অনুষ্ঠিত প্রিলিমিনারিতে পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১৩ লাখ ৪০ হাজার ৮৩৩ জন।এই পরীক্ষা গত ১২ ও ১৩ই জুলাই অনুষ্ঠিত হয়। ১২ই জুলাই দেশের আট জেলায় স্কুল-২ ও স্কুল পর্যায়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরদিন কলেজ পর্যায়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।