Studypress News
শান্তিতে নোবেল পেল জাপানি সংস্থা নিহন হিদানকায়ো
11 Oct 2024
এ বছর শান্তিতে নোবেল পেয়েছে নিহন হিদানকায়ো নামের একটি জাপানি সংস্থা। পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব অর্জনের প্রচেষ্টা হিসেবে ২০২৪ সালে শান্তিতে নোবেল পেল ওই সংস্থাটি। বাংলাদেশ সময় শুক্রবার বিকেল ৩টায় নরওয়ের রাজধানী অসলো থেকে এ বছরের শান্তিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করে নরওয়েজিয়ান নোবেল কমিটি।
এর আগে, ২০২৩ সালে শান্তিতে নোবেল পেয়েছিলেন ইরানের নার্গিস মোহাম্মাদি। ইরানি নারীদের নিপীড়নের বিরুদ্ধে লড়াই ও সবার জন্য মানবাধিকার ও স্বাধীনতা প্রচারের জন্য তাকে এই পুরস্কার দেওয়া হয়।